Amardesh
আজঃঢাকা, বুধবার ০৮ মে ২০১৩, ২৫ বৈশাখ ১৪২০, ২৬ জমাদিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ ১২ টা

এনটিভিতে নতুন তিন ধারাবাহিক

সোনালি রুপালি রিপোর্ট
চলতি মাসেই এনটিভিতে প্রচার শুরু হতে যাচ্ছে নতুন তিনটি দীর্ঘ ধারাবাহিক। আগামী ১৩ মে থেকে শুরু হবে নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’। নাটকটি প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো, বাঁধন, তানভীন সুইটি, স্বাগতা, মামুনুর রশীদ, আজিজুল হাকিম, সাবেরী আলম, জিয়াউল হাসান কিসলু, জ্যোতিকা জ্যোতি, মিশু সাব্বির, কাজী উজ্জ্বল প্রমুখ। এছাড়াও এই নাটকের মধ্য দিয়ে এনটিভি’র নাট্যশিল্পীদের ধারাবাহিকে অভিষেক ঘটছে। আগামী ২১ মে থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘ভালোবাসার চতুষ্কোণ’। শিহাব শাহীন, মেজবাহ উদ্দীন সুমন ও ইফফাত আরেফীন তন্বী’র যৌথ রচনায় নাটকটি পরিচালনা করছেন শিহাব শাহীন। নাটকটি প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে। আর তুহিন অবন্ত’র রচনা ও পরিচালনায় ২২ মে থেকে শুরু হতে যাচ্ছে ধারাবাহিক নাটক ‘কর্পোরেট’। নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে।