Amardesh
আজঃঢাকা, বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০১৩, ৩১ শ্রাবণ ১৪২০, ৭ সাওয়াল ১৪৩৪ হিজরী
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
 
আর্কাইভ: --
 
 • বিনোদন
  গার্মেন্টে অগ্নিকাণ্ডে নিখোঁজ স্বামীর সন্ধানে ঘুরছেন মৌটুসী বিশ্বাস। হাতে স্বামীর ছবি। অন্যদিকে মুনিরা মিঠু খুঁজছেন তার ছেলেকে। স্বজনকে খুঁজতে খুঁজতে এক হাসপাতালে মুখোমুখি হয় তারা দু’জন। অগ্নিকাণ্ডে আহত এক যুবককে নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। মৌটুসী তাকে নিজের স্বামী আর মুনিরা মিঠু নিজের...
  বিনোদন রিপোর্ট
  মাছরাঙা টিভিতে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে লাক্স তারকা ঈশানা অভিনীত নাটক ‘নির্বাক ভালোবাসা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বদরুজ্জামান শুভ। নাটকের কাহিনীতে দেখা যাবে—সজল তুলা রাশির ছেলে। সে যা মুখ দিয়ে বলে সেটাই সত্যি হয়ে যায়। ফরিদ সাহেবের বাসায় সে...
  বিনোদন রিপোর্ট
  চ্যানেল আইতে ঈদুল ফিতরের সপ্তম দিনে আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক কক্সবাজারে কাকাতুয়ার শেষ পর্ব। ফরিদুর রেজা সাগরের ছোট কাকু সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন আফজাল হোসেন। অভিনয়ে আফজাল হোসেন, জহিরউদ্দিন পিয়ার, শামস্ সুমন, অর্ষা, সীমান্ত প্রমুখ।
  এনটিভিতে ঈদের ৭ম দিনে আজ রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘কালো আর ধলো বাহিরে কেবল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলী ফিদা একরাম তোজো। অভিনয় করেছেন ঊর্মিলা কর, মিশু সাব্বির, সাবেরী আলম, মামুনুর রশিদ প্রমুখ। ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান নাজমুন নাহার সম্প্রতি বদলি হয়ে এসেছেন চিটাগাং...
  হ্যাকার্স শিরোনামের একটি ধারাবাহিকে অভিনয় করেছেন রিচি সোলায়মান। এটি রচনা করেছেন ইনসান ইমন। পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। চ্যানেল নাইনে প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে প্রচার হচ্ছে এই ধারাবাহিকটি। এতে আরও অভিনয় করেছেন মিলন, শাহেদ, তানিয়া, মাহমুদুল ইসলাম মিঠু, সাজ্জাদ...