Amardesh
আজঃঢাকা, বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০১৩, ৩১ শ্রাবণ ১৪২০, ৭ সাওয়াল ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহতনোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল পৌরসভার হালীমাদিঘী সংলগ্ন ইসলামিয়া হাসপাতালের সামনে বৃহস্পতিবার ভোওে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতাল নেয়ার পথে আরো একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন মনসুরুর জামান, নাছির ও মুজাহিদ। আহত রাকিবকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার চাটখিল পৌরসভার হালীমাদিঘী সংলগ্ন ইসলামিয়া হাসপাতালের সামনে দুদিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থালে মনসুরুর জামান, নাছির এবং পরে হাসপাতাল নেয়ার পথে মুজাহিদের মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রাকিবসহ দুজনকে উদ্ধার করেনোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল দুর্ঘটনার তিনজনের মৃত্যুর কথা নিশ্চিত করেন।