Amardesh
আজঃঢাকা, সোমবার ০১ জুলাই ২০১৩, ১৭ আষাঢ় ১৪২০, ২১ শাবান ১৪৩৪ হিজরী
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
 
আর্কাইভ: --
 
111111111111111111111111111
« আগের সংবাদ
পরের সংবাদ»

রংপুর নার্সিং কলেজে শিক্ষার্থীদের আমরণ অনশন

4 days ago
রংপুর অফিস: ইন্টারনিশিপ ও মাস্টার্স কোর্স চালুসহ ৬ দফা দাবিতে রংপুর রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন।

নার্সিং পেশার মানোন্নয়নে চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্স শেষে ৬ থেকে এক বছর মেয়াদী ইন্টার্নিশিপ চালু, মাসিক বৃত্তি তিন হাজার টাকায় উন্নীতকরণ, মাস্টার্স কোর্সসহ উচ্চতর শিক্ষা গ্রহণের ব্যবস্থা, বিশেষ বিসিএস’র ব্যবস্থাসহ চাকরি নিয়োগ বিধি প্রকাশ, মেডি্ক্যাল কলেজগুলো পৃথক সেবা অনুষদ গঠন, ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় ইউনিফরমের ওপর এ্যপ্রোণ পরিধানের অনুমতির দাবিতে বুধবার নার্সিং ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রথমে অবস্থান ধর্মঘট করে।

পরে তারা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে তারা নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করার পর সোমবার থেকে আমরণ অনশন শুরু করলো।

এ ব্যপারে কলেজ অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের দাবি দাওয়ার বিষয়ে কলেজের সঙ্গে সংশ্লিষ্ট না থাকায় উপরে জানানো হয়েছে। তিনিও দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে তা বাস্তবায়নের দাবি জানান।