Amardesh
আজঃঢাকা, বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০১৩, ৩১ শ্রাবণ ১৪২০, ৭ সাওয়াল ১৪৩৪ হিজরী
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
 
আর্কাইভ: --
 

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
« আগের সংবাদ
পরের সংবাদ»
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সকালে জেলা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদের আয়োজনে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার নুর উস সাদিকসহ অন্যান্য বক্তারা বলেন, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত করে শিক্ষিত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারের প্রতি দাবি জানান তারা। এতে শিক্ষক, সমাজসেবী, আইনজীবীসহ অভিভাবক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।