Amardesh
আজঃঢাকা, বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০১৩, ৩১ শ্রাবণ ১৪২০, ৭ সাওয়াল ১৪৩৪ হিজরী
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
 
আর্কাইভ: --
 

ঈশানার নির্বাক ভালোবাসা

বিনোদন রিপোর্ট
« আগের সংবাদ
পরের সংবাদ»
মাছরাঙা টিভিতে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে লাক্স তারকা ঈশানা অভিনীত নাটক ‘নির্বাক ভালোবাসা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বদরুজ্জামান শুভ। নাটকের কাহিনীতে দেখা যাবে—সজল তুলা রাশির ছেলে। সে যা মুখ দিয়ে বলে সেটাই সত্যি হয়ে যায়। ফরিদ সাহেবের বাসায় সে ব্যাচেলর হিসেবে ভাড়া থাকে। সে যখন তার বাড়িওয়ালাকে নিয়ে দেখা স্বপ্নের কথা তার বউ-মেয়ের সামনে বলে, তখনি বাধে সমস্যা। সে নাকি স্বপ্ন দেখেছে, ফরিদ আঙ্কেল অর্থাত্ বাড়িওয়ালা গভীর রাতে একটি মেয়ের সঙ্গে লুকিয়ে মোবাইলে কথা বলে। একথা শোনার পর থেকেই পুরো পরিবারে একটা স্বামী-স্ত্রী বিরোধ সৃষ্টি হয়। ফরিদ সাহেবের সুন্দরী মেয়ে চুমকি এই বিষয়টির রহস্য উদঘাটনে নেমে পড়ে। সে সজলকে রাস্তায় ধরে। এদিকে সজলের রুমমেটরা তাকে চুমকির সঙ্গে প্রেম করতে অনুপ্রাণিত করে। তারা বলে, চুমকিকে বিয়ে করতে পারলে ভাড়া না দিয়ে এই বাসায় আরামে থাকতে পারবে। সজলের বিষয়টা পছন্দ হয়। সে মিশনে নেমে পড়ে। অবশেষে কি সজল মিশন সার্থক করতে পারবে, না ধরা খেয়ে যাবে সেটা নাটকের শেষাংশে জানা যাবে।