Amardesh
আজঃঢাকা, বুধবার ১৭ জুলাই ২০১৩, ২ শ্রাবণ ১৪২০, ০৭ রমজান ১৪৩৪ হিজরী
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
 
আর্কাইভ: --
 

পাকিস্তানের প্রধান নির্বাচক মঈন

স্পোর্টস ডেস্ক
« আগের সংবাদ
পরের সংবাদ»
জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মঈন খানকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার বোর্ড জানায়, সাবেক নির্বাচক ইকবাল কাসিমের স্থলাভিষিক্ত হবেন মঈন। নতুন নেতৃত্বের অধীনে কমিটির বাকি সবাই কাজ অব্যাহত রাখবে।
এ মাসের শুরুতে পিসিবির সঙ্গে চুক্তি নবায়ন না করে পদত্যাগ করেন কাসিম। নতুন দায়িত্ব পেয়ে উত্ফুল্ল মইন, ‘এটা সম্মানের এবং জাতীয় নির্বাচক কমিটির সভাপতির পদ পাওয়া বিশেষ সুবিধার। অতীতে এই পদে অনেক সেরা ব্যক্তি দায়িত্ব নিয়েছিলেন। সম্প্রতি এর প্রধান ছিলেন লিজেন্ডারি ইকবাল কাসিম।’ ৬৯ টেস্ট খেলা সাবেক এই অধিনায়ক চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত, ‘আমি এই দায়িত্ব চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ২০১৫ বিশ্বকাপে প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে পাওয়ার লক্ষ্যে পিসিবি ও আমি একসঙ্গে কাজ করে যাব।’ ১৯৯০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া মইন ১৩ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০০৪ সালে সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ওয়াসিম বারি ও কামরান আকমলের পর ডিসমিসালের তালিকায় তৃতীয় সেরা পাকিস্তানি উইকেটরক্ষক তিনি। ২১৯টি ওয়ানডেতেও দলকে প্রতিনিধিত্ব করেছিলেন মইন।