Amardesh
আজঃঢাকা, বুধবার ১৭ জুলাই ২০১৩, ২ শ্রাবণ ১৪২০, ০৭ রমজান ১৪৩৪ হিজরী
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
 
আর্কাইভ: --
 

ক্রুইফের দলে কমল আরও চার জন

স্পোর্টস রিপোর্টার
পরের সংবাদ»
প্রথম দফায় চারজনকে বাদ দিয়ে লোডউইক ডি ক্রুইফের সাফের প্রাথমিক দল দাঁড়িয়েছিল ২৯ জনের। ডিফেন্ডার রেজাউলের অন্তর্ভুক্তিতে সেটা ঠেকেছিল ৩০ জনে। তবে সোমবার সেখান থেকে আরও চারজন কমালেন বাংলাদেশের এ ডাচ কোচ। বাদ পড়েছেন ইউসুফ সিফাত, নাহিদুল ইসলাম, অরূপ বৈদ্য ও তপু বর্মণ। চূড়ান্ত দলে কমবে আরও তিনজন। তবে ক্রুইফ ২৬ জনকেই প্র্যাকটিসে রাখবেন সাফে যাওয়ার আগ পর্যন্ত। সর্বশেষ প্র্যাকটিস ম্যাচে কোচ চাপে পড়ে গিয়েছিলেন নাসিরউদ্দিন ও কেস্ট কুমারকে নিয়ে, সেই তারাই টিকে গেছেন শেষ পর্যন্ত। তাই যেন হাঁফ ছেড়ে বাঁচলেন কেস্ট। বললেন, ‘প্র্যাকটিস ম্যাচের মাঝপথে সাত-আটজন পরিবর্তন হওয়ায় ছন্দপতন হয়েছিল। এরপর কোচ ভুল-ত্রুটিগুলো ধরিয়ে দিয়েছেন। যেহেতু সুযোগ পেলাম, তাই সেই ভুলগুলো শুধরে খেলব আগামীতে।’ বুধবার আরামবাগের বিপক্ষে আরেকটি প্র্যাকটিস ম্যাচ খেলবে ক্রুইফের দল। কিছু ভুলত্রুটি শুধরে নেয়া যাবে সেখানেও।
২৬ জনের স্কোয়াড : গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য, মামুন খান, শহিদুল ইসলাম সোহেল ও জিয়াউর রহমান; ডিফেন্ডার— আরিফুল ইসলাম, নাসির উদ্দিন চৌধুরী, আশরাফ মাহমুদ, রেজাউল করিম, ইয়ামি মুন্না, কেস্ট কুমার, ওয়ালি ফয়সাল, আতিকুর রহমান মিশু ও রায়হান হাসান; মিডফিল্ডার— মামুনুল ইসলাম, প্রাণতোষ, জামাল ভূঁঁইয়া, ওমর ফারুক বাবু, মিঠুন চৌধুরী, মোবারক হোসেন, মেজবাবুল হক, জাহিদ হোসেন, সোহেল রানা; ফরোয়ার্ড—জাহিদ হাসান, সাখাওয়াত হোসেন, তকলিছ আহমেদ ও ওয়াহেদ আহমেদ।