Amardesh
আজঃঢাকা, সোমবার ০১ জুলাই ২০১৩, ১৭ আষাঢ় ১৪২০, ২১ শাবান ১৪৩৪ হিজরী
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
 
আর্কাইভ: --
 

লাভলুর জামাই আদরে তারা পাঁচজন

বিনোদন রিপোর্ট
« আগের সংবাদ
পরের সংবাদ»
সালাহউদ্দিন লাভলু এবার ৬ পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। কাজী শাহেদুল ইসলাম রচিত ও সালাহউদ্দিন লাভলু পরিচালিত ধারাবাহিকটির নাম ‘জামাই আদর’। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন মীর সাব্বির। নাটকে আরও আছেন রুনা খান, প্রাণ রায়, আ খ ম হাসান, ভাবনা ও রশীদ হারুন। গত সপ্তাহে নাটকটির শুটিং শুরু হয়েছে ঢাকার অদূরে পূবাইলে। নাটকটি প্রসঙ্গে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘জামাই আদর একটি কমেডিধর্মী নাটক। দর্শকের বাড়তি আনন্দের কথা বিবেচনা করেই মূলত টেলিহোমের প্রযোজনায় ৬ পর্বের এই ধারাবাহিক নাটকটি নির্মাণ করছি। নাটকে প্রত্যেক শিল্পীই অসাধারণ পারফরম্যান্স করছেন।’