Amardesh
আজঃঢাকা, শনিবার ১৮ মে ২০১৩, ২০১৩, ৪ জ্যৈষ্ঠ ১৪২০, ৭ রজব ১৪৩৪ হিজরী
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
 
আর্কাইভ: --
 

নেইমারের দাম ৬০ মিলিয়ন ইউরো

স্পোর্টস ডেস্ক
« আগের সংবাদ
পরের সংবাদ»
লিওনেল মেসি ছাড়া আক্রমণভাগের দুর্বলতা ভাবিয়ে তুলেছে বার্সেলোনাকে। সেজন্য এই গ্রীষ্মের দল বদলে ব্রাজিল সেনসেশন নেইমারকে শিবিরে ভেড়াতে আদা-জল খেয়ে মাঠে নেমেছে কাতালান ক্লাবটি। এর অংশ হিসেবেই বার্সার ফুটবল ডিরেক্টর ব্রাজিল ভ্রমণে রয়েছেন। বৃহস্পতিবার নেইমারের দাম নিয়ে তার ক্লাবের সঙ্গে প্রাথমিক আলোচনাও সেরেছেন স্পেন ফুটবলের কর্তাব্যক্তিটি। তবে কাজের কাজ কিছু হয়নি। নেইমারের জন্য ৬০ মিলিয়ন ইউরো দাম হেঁকেছে তার বর্তমান ক্লাব সান্তোস। রিয়াল মাদ্রিদ ও ফুটবল বিশ্বের অন্যান্য নক্ষত্র ক্লাবের বিরাট আগ্রহের কারণে দাম বেড়েছে ব্রাজিলের ২১ বছর বয়সী এ ফুটবলারের। তাছাড়া নেইমারের বহুভাগী স্বত্বও ‘সরল চুক্তি সই’ করাতে বাগড়া বাধাচ্ছে। নেইমারকে চুক্তিবদ্ধ করতে বার্সেলোনাকে তাদের বাজেটের থেকে ২০ মিলিয়ন ইউরো বেশি খরচ করতে হবে। দুই বছর আগে ৪০ মিলিয়ন ইউরোয় নেইমারকে চুক্তিবদ্ধ করার প্রাথমিক আলাপচারিতা সেরেছিল স্পেন ও ব্রাজিলের ক্লাব দুটি। তবে এখন তা বেড়ে ৬০ মিলিয়নে গিয়ে ঠেকেছে।