Amardesh
আজঃঢাকা, বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর ২০১২, ১৩ পৌষ ১৪১৯, ১৩ সফর ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২ টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

খুলনায় গোলটেবিল বৈঠক : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য বৃষ্টির পানি সংরক্ষণের তাগিদ দিলেন বক্তারা

খুলনা অফিস
« আগের সংবাদ
পরের সংবাদ»
‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানীয় জলের বর্তমান অবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের সুবিধার্থে বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে। এছাড়া পুকুরের পানি নিরাপদ করে পানির সমস্যার সমাধান সম্ভব। গতকাল সকাল ১০টায় স্থানীয় দৈনিক পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএসের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, এ অঞ্চলের বর্ষাকাল ও শুকনো মৌসুমে পানির কষ্ট পায়। উপকূলীয় অঞ্চলের মানুষ বিশুদ্ধ খাবার পানির অভাবে ভুগছে। সরকার ফুলতলা থেকে পানি আনার প্রকল্প গ্রহণ করেছিল তা বাস্তবায়ন হয়নি। খুলনা ওয়াসা এখন পর্যন্ত নিজস্ব উপায়ে নগরবাসীকে কোনো পানি সরবরাহ করতে পারেনি। পুরনো পাম্প এবং গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ করছে।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক লিয়াকত আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ফৌজিয়া ফারজানা। বৈঠকে সভাপতিত্ব করেন জেজেএসের নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন। গোলটেবিল বৈঠকে বক্তৃতা করেন দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান মকবুল হোসেন মিন্টু, ইউএনবির প্রতিনিধি শেখ দিদারুল আলম, বাগেরহাটের সাংবাদিক প্রফেসর মোজাফফর হোসেন, অ্যাডভোকেট মোজাফফর হোসেন, আজাদুল হক, সাতক্ষীরার সাংবাদিক নেতা ফয়সাল আহমেদ, খুলনার সাংবাদিক নেতা এইচএম আলাউদ্দিন, সুবীর রায়, আবদুর রাজ্জাক রানা, সোহরাব হোসেন, শামসুজ্জামান শাহিন, মাহবুবুল আলম সোহাগ, রাশিদুল ইসলাম, তরিকুল ইসলাম তুহিন, একে হিরু প্রমুখ। এ বৈঠকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের প্রায় অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।