Amardesh
আজঃঢাকা, বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর ২০১২, ১৩ পৌষ ১৪১৯, ১৩ সফর ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২ টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

কয়রায় বাঘের আক্রমণে আরও এক জেলে নিহত

খুলনা অফিস
« আগের সংবাদ
পরের সংবাদ»
কয়রায় বাঘের আক্রমণে আরও এক জেলে নিহত হয়েছে। তার নাম মো. জালাল উদ্দীন (৩১)। সে উপজেলার ৩নং কয়রা গ্রামের সাবুর আলী গাজীর ছেলে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সে সুন্দরবন পশ্চিম বন বিভাগের মার্কি নামক নদীর কালির খালে মাছ ধরার সময় মঙ্গলবার বিকাল ৩টায় বাঘের আক্রমণে নিহত হয়। খবর পেয়ে বন বিভাগ তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। সে স্ত্রী ও ৬ বছরের মুজাহিদ নামের এক ছেলে রেখে গেছে।
এর আগে ওই দিন সকালে বাঘের আক্রমণে মো. অলিউল্লাহ (১৬) নামে আর এক জেলে নিহত হয়। সে উপজেলার ৪নং কয়রা গ্রামের আবদুর রশিদ সানার ছেলে।