Amardesh
আজঃঢাকা, বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর ২০১২, ১৩ পৌষ ১৪১৯, ১৩ সফর ১৪৩৪ হিজরী
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
 
আর্কাইভ: --
 

শুটিংয়ে আহত বাপ্পি

বিনোদন রিপোর্ট
পরের সংবাদ»
শুটিং করতে গিয়ে আহত হয়েছেন উদীয়মান তরুণ চিত্রনায়ক বাপ্পি। গত ২৫ ডিসেম্বর শুভ বড়দিনে এফডিসিতে এ ঘটনা ঘটে। সেদিন মহরতের মধ্য দিয়ে শুটিং শুরু হয় বাপ্পির নতুন ছবি ‘কি প্রেম দেখাইলি’র। দিনভর অ্যাকশন দৃশ্যে অংশ নেন বাপ্পি। সন্ধ্যার পর একটি স্টান্ট করতে গিয়ে হাত মচকে যায় তার। রাত সাড়ে ৮টায় ছবির পরিচালক শাহ মোহাম্মদ সংগ্রাম শুটিং প্যাকআপ করেন। বাপ্পিকে নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে। সেখানে চিকিত্সক বাপ্পিকে জানান, আপাতত দুই দিনের বিশ্রামে থাকতে হবে তাকে। বাপ্পি পরদিন শুটিংয়ের কথা জানালে চিকিত্সক জানান, এ মুহূর্তে শুটিং করলে হাতের অবস্থা গুরুতর হতে পারে। গতকাল সারাদিন বাসায়ই কাটিয়েছেন বাপ্পি। ফোনে তিনি বলেন, ‘খুব খারাপ লাগছে শুটিং করতে পারছি না বলে। প্রযোজকের অনেক টাকা ক্ষতি হয়ে গেল। আমি চেয়েছিলাম শুটিং চালিয়ে যেতে। কিন্তু চিকিত্সক বারণ করলেন। প্রযোজক-পরিচালকও চাইছেন না এ অবস্থায় শুটিং করি আমি।’