Amardesh
আজঃঢাকা, শনিবার ২৪ নভেম্বর ২০১২, ১০ অগ্রহায়ণ ১৪১৯, ৯ মহররম ১৪৩৪ হিজরী
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
 
আর্কাইভ: --
 

হিলি সীমান্তে অপহৃত বাংলাদেশী যুবককে ফেরত দেয়নি বিএসএফ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
« আগের সংবাদ
পরের সংবাদ»
দু’দিন অতিবাহিত হলেও অপহৃত বাংলাদেশী যুবক মাহাবুলকে ফেরত দেয়নি বিএসএফ। গত বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৫-এর ২নং সাব-সীমানা পিলারের কাছ থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
এদিকে গতকাল সকালে মাহাবুলকে ফেরত চেয়ে বিজিবি হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ভারতের হিলির বিএসএফের কোম্পানি কমান্ডারকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানান। চিঠির জবাবে বিএসএফ গতকাল বিকাল ৩টায় বৈঠকের কথা দিলেও দেড় ঘণ্টা পর বৈঠকে উপস্থিত হন। বিকাল সাড়ে ৪টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের কোম্পানি কমান্ডার সংগ্রাম বিশাল বাংলাদেশী নাগরিক মাহাবুলকে আটকের কথা স্বীকার করে তাকে বালুরঘাট জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান।
মাহাবুলের বাবা মজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় হিলি রেলস্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে বিএসএফ ধরে নিয়ে যায়।
বৈঠকে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডাররা ছাড়াও হিলি পৌর মেয়র সাখাওয়াত হোসেন, কমিশনার চায়নাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।